অনেকদিন বৃষ্টি হয় নি এই মাঠে
বৃষ্টি হয় নি বহুদিন, ফলেনি ফসল
আগাছায় ভরা ছিল, তবু তো সবুজ
এখন ফাটা মাঠ লোলচর্ম বৃদ্ধের মত
শরীর জুড়ে অসীম তৃষ্ণা নিয়ে উদোম
মেটাবে তৃষ্ণা তাঁর কে সে জানে না
সেই সে বসন্তের রূপোলি চাঁদের রাতে
রাতভর বর্ষণের তৃপ্তি নিয়ে শুয়েছিল চাঁদ
তারপর গেল কত চন্দ্রভূক রাত, তাপিত বেলা
হা-হা তৃষ্ণা আর আকেশনখর অব্যক্ত জ্বালা
নিয়ে পড়ে থাকা। যদি কোনও বলরাম এসে
লাঙ্গলের ফালে তছনছ করে তৃষ্ণার্ত শরীর
বৃষ্টি এসে ধুয়ে দেবে অস্নাত অহল্যা শরীর
রমনে জেগে ঊঠবে নবদূর্বাদলশ্যাম
২ জুলাই, ২০১৪