বৃত্তের বাইরে থেকে চাপ আসছে
বৃত্ত ক্রমাগত ভেঙে ভেঙে নতুনতর বৃত্ত
বৃত্তের বাইরে ঘুরে বেড়াচ্ছে
অসংখ্য ছোটো বড় বৃত্তেরা অবস্থান বদলে বদলে
কোনও এক অমোঘ অদৃশ্য নিয়মে
বিশাল বৃত্ত হয়ে যায় ক্ষুদে পরমাণু
আর, এক একটা বৃত্ত ছোট হতে হতে
বিশাল হয়ে যায়, যদিও তাঁদের
আরও ছোটো হওয়ায় কথা ছিল।
আমারও এক বৃত্ত আছে
রং নেই, গন্ধ নেই মহাক্ষুদ্র বৃত্ত এক
সেও ভেসে থাকে ]ঘোরে… ফেরে… ।
কেউ তাঁর ধার ধারে না যদিও, তবু
তাঁর গায়ে আরও দুটি বৃত্ত লেগে আছে
আপন আনন্দে অনন্ত গরীমায়
আর আমি
মহা-বৃত্তসমুদ্রে দেখে যাই
বৃত্তের অধিক খেলে
সারাবেলা
১৯ জুন, ২০১৪