সুখের ভেলায় চড়িয়া রে বন্ধু কোন বাগিচায় যাও
সবুজ নদীর স্রোতের বাঁকে রাঙা পাল উড়াও...।


সব রং মুছে গেলে শূণ্যতার কর আবাহন
রাতের কালোকেও সাজিয়ে নেয় তারাদের মন।