বাংলার ভালবাসার চিঠি নিয়ে
সুদূর আলাস্কা থেকে দক্ষিণ আফ্রিকা
পাখিটা ঘুরে পাখিটা ফিরে এসেছে
সে নিয়ে এসেছে আয়ার্ল্যান্ডের মুক্তির স্বপ্ন
নায়াগ্রার গর্জনে শান্তি-মৈত্রী-ভালবাসা
হাভানার মানবতার সুরে গান
যে গানে মিশেছে রমনার ডাক, ১৬ ডিসেম্বরের রেশ
আমার রক্তের নদীতে বান ডাকছে,
ঝড়ের দোলায় টেকনাফ থেকে তেতুলিয়া
জাগছে বাংলাদেশ
১৬ জুন, ২০১৩