মধ্যরাতে চুরি হয়ে গেছে
স্বপ্নেরা

তাঁদের কেউ লুকিয়ে রেখেছে
বরফের নিচে

স্বপ্নেরা প্রতীক্ষায় আছে
পরের প্রজন্মের

নতুন গ্রীষ্মে বরফ গলে গেলে
স্বপ্নেরা ডানা মেলে
নতুন ফসল হয়ে
জেগে উঠবে।