আমাকে ভাসিয়ে তুমি
ক্ষোভে খানখান
বুঝি, এ-ব্যথার নাম অভিমান



যতই পেতেছি কান
ততই শুনেছি কলরব
মানব-জঙ্গলে ঘুরেই এই অনুভব



আকাশে ভাসা মেঘেদের গান শুনেছো কি?
আমি জানি,
প্রেম ছাড়া জীবনের আর সবই মেকি।