শব্দ নিয়ে খেলা
জীবনভরই শব্দ নিয়ে খেলা
এমন করেই সবার সামনে
হৃদয়মেলে তাল-বেতালে
পথ পেরিয়ে চলা।

কথার পৃষ্ঠে কথা জুড়ে
ছন্দ মেনে হরেক সুরে
মনহারানো হৃদয়পুরে
প্রাণের কথা বলা।