বলেছিলে, নিরবে নিভৃতে যদি বা হারাই,
জেনো এক কাপ চায়ে আমি তোমাকে চাই

আমি তো কাছেই আছি বুকে টেনে নাও
হাতে হাত, চোখে চোখে, হৃদয় মেলাও

দারুণ দহনে সে বুকে হোক অগ্নিৎপাত
পুড়ে অঙ্গার, যাই চলো, হাতে রেখে হাত

পুড়ছে লোহা ইস্পাত, কয়লা ও কাঠে
দহনে শান্তি হৃদয় জুড়ে ঠোট রেখে ঠোঁটে।