মূল কবিতা হিন্দি
কবি- পুনীত শর্মা
অনুবাদ - চন্দ্রশেখর ভট্টাচার্য
--- ---
আমি পাকিস্তানে অত্যাচারিত হিন্দু
আমি হিন্দুস্তানে নিপীড়িত মুসলমান
আমি ইস্রায়েলে নিহত ফিলিস্তিনি
আমি জার্মানিতে খুন হওয়া ইহুদি
আমি ইরাকে জ্বালিয়ে দেওয়া কুয়েতি
আমি চিনে পদপিষ্ট হওয়া তিব্বতী
আমেরিকায় দম বন্ধ হওয়া কৃষ্ণাঙ্গ আমি
আমি আইসিস দ্বারা প্রতাড়িত ইয়েজিদি
আমি অশোকের কাছে পরাস্ত ওড়িশি
আমি রাশিয়ার ভয়ে ত্রস্ত সিরিয়ান,
বা পোলিশ, ইউক্রেনি, হাঙ্গেরিয়ান
আকবরের কাছে হেরে যাওয়া মেওয়াড়ি আমি
আমি রিটেনের কাছে পরাস্ত এশিয়ান বা আফ্রিকান
অস্ট্রেলিয়া বা দক্ষিণ আমেরিকার আদিবাসী
আমি আমেরিকার অস্ত্রের মারে বরবাদ
ভিয়েতনামি, লিবিয়ান, আফগান বা আরও
সত্তরটি দেশের আগুনে পোড়া নাগরিক
আমি মায়ানমারের পলাতক রোহিঙ্গা
শ্রীলঙ্কা খালি করে পালানো তামিল
আমি চুরাশির মার খাওয়া শিখ
ভারতের জংগল থেকে উৎখাত আদিবাসী
আমি নিজভূমে বন্দী কাশ্মীরি যুবক
কিংবা কাশ্মীর থেকে পালানো পণ্ডিত
আমি আসামবাসী বাঙালি, বা পূর্বোত্তরের মানুষ
যে নিজভূমিতেই উগ্র প্রাদেশিকতার আগুনে জ্বলছি
আমি পিতৃতন্ত্রের থেকে প্রাণ বাঁচানো মেয়ে
আমি পরিবার বহিস্কৃত সেই সমকামী
আমি চিৎকারে ডুবে যাওয়া সেই প্রশ্ন
আমি বেদের অধিকার বঞ্চিত এক জাতি
আমি সামাজিক ন্যায় চাওয়া এক প্রেমিক
ধর্মান্ধদের হুমকির মুখে থাকা এক নাস্তিক
আমি ভিড় থেকে বাইরে ছুঁড়ে দেওয়া চেতনা
আমি তর্কবিরোধীদের থেকে ত্রস্ত তার্কিক
আমি যে কোনও গ্রামের, যে কোনও রাজ্যের,
দেশের বা সমাজের, যে কোনও সংস্থার অথবা
গোটা পৃথিবীর সংখ্যালঘু বলে চিহ্নিত মানুষ।
আমি সংখ্যাগুরুর কথিত 'বিপদ',
আমি লুঠেরা ক্ষমতার সবচেয়ে সহজ শিকার
আমি জানি, ওরা দুজনই হাসবে, আর
আমি নিজেকে নির্দোষ বলেই যাব
আমার ছোট্ট প্রশ্ন, আমার পৃথিবী তাহলে কোনটা?
আমার দেশ কোথায়?
ঘরই বা কোথায় আমার?
আমি কি এই বিশ্বে শুধুই
বিনা দোষে অপমানিত অত্যাচারিতই থাকব?