পুরুল্যা থেকে কলকাতা হাঁটে লাবণ্যপ্রভা মা
গ্রাম গঞ্জের মানুষ আসছে পথের দু ধার থেকে
রুখা পথ হেঁটে মায়েরা আঁকছে রক্তের আলপনা
পথ চলে গেছে টুসুর ছন্দে আলপথে একে বেঁকে
বদলে যাচ্ছে ছবির পথেরা, বদলে যাচ্ছে রঙ
রুক্ষ মাটিতে সবুজের ছোঁয়া,, হালকা কখনও গাঢ়
বদলায় বুলি, বদলায় ডাক, কথনেরও কত ঢঙ
শিল্পশহর ছাড়িয়ে এগোয়- চলো পথ আরও আরও
খালি পায়ে হেঁটে পার হয়ে যায় শহর, নগর, গ্রাম
নিরস্ত্র তারা, সবাই মহিলা, মুখে বাংলার গান,
পথ হাঁটে তারা ভাষার জন্য, অবিরাম সংগ্রাম
যে কোনও মূল্যে ছিনিয়ে আনবে মাতৃভাষার মান।