একটা ধর্ষণ নিয়ে কেন কর এত শোরগোল?
এত শত ভাবছেন কেন? ধর্ষণ সব দেশেই চল।
ফেনোমেনা গ্লোবাল। তবু আমরাই সব চেয়ে ভাল।
যৌনহেনস্থা, ধর্ষণে ক্ষতিপূরণ বেশ জমকালো।
আমরা কন্যাশ্রী খ্যাত, আমরাই পার্ক স্ট্রিটে আছি
ধর্ষণের মূল্য তো আমরা নির্দিষ্ট করেই দিয়েছি। ধর্ষিতাকে দেওয়া হবে কত কত টাকা ক্ষতিপূরণ,
ভেবে দেখেছ, জনস্বার্থে কত দায় নিল এ প্রশাসন!
টেরিজার ব্রাদাররা বলেছিল, টিঁকে থাক গরিবজন
তাহলে থাকে সেবকের চাকরিও, ওরা সেটাই চান।
দরিদ্র শোষক পুজিপতিদের ছুঁড়ে দেয়া ভিক্ষায়,
ব্রাদার সিস্টাররা সেবাধর্মী কাজে রোজগার পায়।
সরকার কাজ করে, দিনে না হলেও অন্তত রাতে
দরিদ্র বস্তি পোড়ে, বন্ধ কল, জনতা হাভাতে।
এখানে ধর্ষণ তাই কখনই হয়নি গণ্য অপরাধ।
টাকা দেবে সরকার, শিশুতেই মেটাও যৌনসাধ। কেউ কি পেয়েছে সাজা? পুলিশ এত খারাপ নয়। ধর্ষিতার ক্ষতিপূরণ, ধর্ষক গ্রেফতার না হলেই হয়।
তবু যদি না বোঝ, গোপনেও যদি ফেল দীর্ঘশ্বাস, যদি হও প্রতিবাদী, হয়ে যাবে বরুণ বিশ্বাস।