দুঃখকে বাঁধন দিয়েছি শক্ত হাতে
কান্নার ফোঁটাগুলি রেখেছি ডিপ ফ্রিজে
চারপাশে এত মানুষ কাঁদছে
আমার চোখ শুকিয়ে গিয়েছে
বরং, কষ্টের অনুভূতিরা খালি পায়ে
হেঁটে যাচ্ছে মাইলের পর মাইল,
ঝড়ে উপড়ানো কুঁড়ের খুঁটিগুলো পুঁতছে।


এত মানুষকে আর্তদের জন্য প্রাণ ঢালতে দেখে
ভালবাসা শব্দটাকে বুকের খাঁচা থেকে
বার করে উড়িয়ে দিয়েছি বাতাসের গায়ে
উড়ে যাক, উড়ে যাক যতদূর পারে
সাগর থেকে শিলিগুড়ি,
কাকদ্বীপ থেকে কোচবিহার


আমি এখন, এই বিজনে লিখে রেখে যাই
মানুষের বাঁচা মরার অশ্রুভেজা দিনলিপি।