প্রত্যহ পাষাণলীলা
প্রত্যহ বেদনার্ত জেগে থাকা কবন্ধ শরীর
চিন্তাহীন বোধহীন পথপরিক্রমা
জরাগ্রস্ত মুণির শাপগ্রস্ত অবোধ বালক
কর্তব্য আবেগে চার গুন বোঝা টানে
বিশ্বসংসার সাবাশি দেয়, হাততালি
শ্রবণের বোঝা শুধু আরও ভারি হয়
যাবতীয় বেদনারা পাখা মেলে দেয়
মহাভারতের পাতা থেকে আধুনিক যুদ্ধশাস্ত্রে
মনিপুরে, জঙ্গলমহল, কাশ্মীরে
মূহূর্মুহূ গর্জায় প্রত্যহ গান্ধীবাদী রাইফেল
শোনিতের পরিমানে লজ্জা পায় নদীসেচ
কোথাও কারা যেন ক্ষোভের বাতাসে
সহ্যের বাঁধ ভাঙে অহল্যা জনারণ্যে
আকাশ ঢেকে নেয় ছররা ও পাথর
পাষাণলীলায় ত্রস্ত চোখমুখে বেদনার্ত রাত
দরজায় খটখট থেকে বুটের আঘাত
রাত জেগে রোজ নাচে কবন্ধ সময়।