যুদ্ধ মানেই বোমা ও বারুদে শহরটা বিধ্বস্থ
জীবনপ্রেমের নবীন সূর্য অকারণেই অস্ত
.
যুদ্ধ মানেই দিন রাত শুধু শত্রু শত্রু খেলা
যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা'
.
যে কবি লেখেন প্রতিবাদী তিনি এবং যুদ্ধবাদী
আমি শুধু বুঝি, যুদ্ধ মানে অকারণে বরবাদী।
.
যুদ্ধ হলে পথেই গড়াবে নারী শিশুদের লাশ
যুদ্ধ কখনও দেয়নি খাবার, জুঁই কি পলাশ।
.
শান্তি হটিয়ে যুদ্ধ বাধায় পিশাচের নেতা দেশ
না হলে তার ক্ষতি, তার অর্থনীতিই শেষ।
.
তবু কি রক্ষা পাবে সে পিশাচ, ভেবেছন কেউ?
যুদ্ধবাদীরও পিছনে লেগেছে সর্বনাশের ফেউ।
.
যুদ্ধ তো নয় শিল্পসুষমা সৃজনের উৎসব?
যুদ্ধ মানেই কামান গোলার কারবারি প্রস্তাব।