.
শিমূলের মেঘছোঁয়া ডালে দোল খায়
কাটা ঘুড়ি আর রাস পূর্ণিমার চাঁদ
তিরতির বয়ে যায় বৃদ্ধা ধানসিঁড়ি।
হেমন্তের কুয়াশা ভেজা সন্ধ্যা বা রাতে
ডানা মেলে নি:শব্দে প্যাঁচা তুলে নেয়
মেঠো ইঁদুর জোনাকির ভীড় থেকে।
.
অদ্ভূত আধার মাখা মায়াবী জোছনায়
বিছানায় টান টান তিনটি শরীর
চকিত হাওয়ায় ফুলে ওঠে গর্ভিনীর মতো
মশারীর পেট, রক্তে জাগে কালীদহের ক্ষত।
.
সেই ক্ষতে নরম আঙুলে মাল্যবান বুকে
আলপনা বোনে সুরঞ্জনা, বনলতা
ঊষ্ণ রক্তের স্রোতে খেলা করে
বেদনার অব্যক্ত খেলা ক্লান্তি দূর করে
মৌনতা গলে যায় বাঁশীর প্ররোচনায়
অপার নৈ:শব্দ ভেঙে জাগে বাউল-ঘুঙুর
হৃদয়ে বসন্ত আনে জারি গান জীবনানন্দের