ট্রাক চলে যাবে সীমান্ত মুখে
পথ ঘাট চাই ঝাঁ-চকচকে
তাই কাটা পড়ে রোডের দুদিকে
বড় বড় মোটা গাছ
গাছ গুলি ছিল শতক পুরানো
মাথার উপরে ছায়া বিছানো
গ্রীষ্ম দুপুরে গরম ঠেকানো
এই ছিল তাঁর কাজ।
এখন সময় বড়ই বেচাল
মূল্যবোধটা নেহাত অচল
সম্মান বেচে পয়সা অঢেল
তাই নিয়ে বাঁচে কাল
গাছগুলি কাটো, বাণিজ্য হবে
মেহগনি বেচে বাতাসা বিলোবে
নেতারা দেখবে, পয়সা লুটবে
গণতন্ত্রের মোহজাল
কে যেন গাইত - গাছ কাটা হলে
শোকসভা হবে আইন-মহলে
তাঁর নেতাদেরই গাছকাটা কলে
যশোর সরণী বাড়ছে
আমরা গুনছি কালের চাকা
বণিকের ধন, আমাদের ফাঁকা
কপালের শিরা বড় আঁকাবাঁকা
বিনাশ কাল কি আসছে?