হননের বার্ষিক আয়োজন শেষ হলে
জল ছেড়ে আসে শান্ত জলতল
হৈ হৈ বিধ্বংসী উল্লাসে ভাঙে ঘরবাড়ি
রেললাইন ঝুলে পড়ে, সেতু কালভার্ট
সব খড়কুটো হয়ে ভেসে যায়

এই যন্ত্রণার কন্দরে দুধের শিশুর মুখ
জন্মান্তরের ত্রাস-জর্জরিত, পাংশু, ক্লিন্ন
মায়ের পরণের শাড়ি অর্ধেক শুধু আছে
অর্ধেক ছিড়ে গেছে ঘূর্ণী জলের তোড়ে।
হাজার হাজার নিরন্ন মুখে আর্ত মানবতা

বানভাসী জমিলা-দেবলা-মরিয়ম
অভুক্ত সন্তান কোলে, বৃষ্টি ভেজা নগ্ন গা
গোরক্ষা, কালো টাকা, রামমন্দির ভেসে যায়।
খিদের চেয়ে বড় খোদা অন্নের বড় ঈশ্বর
খুঁজে পায় না কেউ। চেয়ে থেকে মানুষের দিকে