হারাবে যে, চারুবাককথা, তাকে আগলানো বৃথা ।
বরং যে আঙ্গুল ছুঁতে চায়'
নীড়ের পাখী আকাশ পানে উড়াল দিল যদি
সে কি ফের বাসার দিকে যায়।
চায় না জানি, যায় না জানি, পিছন দিকে চাওয়া
তবুও কেন অমোঘ হয়ে থাকে!
ভাঙা পুতুল, কাচের গুলি তবু কেন ঘুমের মাঝে
মুচকি হেসে আমায় শুধু ডাকে!
ফিঙের লেজে কি দোল ছিল, আজও আমায়
দুলিয়ে যায় জীবন নদীর স্রোতে
হারাল যে অচিনপুরে, সেও ফিরবে ঠিক জেনো
বুকের ঘরে অমল আলোর রথে।