নদীর চর থেকে ছুটে আসে হই-হই হাওয়া
আজ পূর্ণিমা রাত। আজ উদ্দাম মাদলের বোল
নষ্ট চাঁদ বে-মতলব ধুয়ে দিচ্ছে উদোম শরীর
লেখা হচ্ছে, কেমন করে ঝাঁপ দিয়ে তরুণী রাত
মৃত্যুর সদর পেরিয়ে এলিয়ে থাকে জীবনের বুকে।
আভোগী মদালসা রাতে শিউলি, কেতকী, ছাতিম
পাপড়ির শেষ আবরণ খুলছে সোহাগী ফুলেরা
উদ্গত কুয়াশায় ভিজে উঠছে অন্তরকোরক
রাতভর শিহরণে আশিরনখর কেঁপে কেঁপে ওঠা
বাউলা বাতাসের আঙুলের বোলে, ঝিঞ্ঝিট-নিক্কনে
এমন সোহাগী রাতে কেউ বুঝি মৌনতা ভাঙে!
কেউ বুঝি পঞ্জিকায় খুঁজে দেখে শাস্ত্রীয় বচন?
সাবধান! চোখ সরিও না! সফেন সাগর আজ
প্রমত্ত চাঁদের প্রেমে নাভিমূলে উত্তাল হয়ে আছে।
ঘাড় ছুঁয়ে হিস-হিস শব্দে পিছলে যাচ্ছে কুহুক
নিসর্গ তোমাকেও গিলে ফেলতে পারে, অনির্বাণ!