জীবনের চৌহদ্দির বাইরে
আরও একটা গণ্ডী থাকে,
আর কী আশ্চর্য, তারও নাম
জীবন।

এমন একের পর এক গণ্ডী
পার হতে হতে মানুষ একদিন
যে দরিয়ায় পৌঁছায়, তার নাম
ভালোবাসা।

দরিয়ার মোহনায় সেই মানুষ
অসীম তৃষ্ণা নিয়ে ছুটে এসে
জলখেলা খেলতে খেলতে
শিশু হয়ে যায়।

নিস্পাপ শিশুর মনে দ্বেষ নেই
আবরণের লেশ নেই। তার কাছে
জল জীবনই হয় তখনই, যদি
সজল হয় প্রেম।