মাঝে মাঝে খসে যায় তারা রাতের আকাশে
শূন্যে বিলীন হয় প্রতি অনুকণা
কেউ তার খবরও রাখে না।
#
গাছ থেকে প্রতিদিন খসে যায় হলুদ পাতারা
বাতাস উড়িয়ে নেয় গন্তব্য অজানা
কেউ তার খবরও রাখে না।
#
জলকণা ঝড়ে গেলে বৃষ্টির অবিরল ধারায়
কোথায় যে বয়ে যায় মাটির সান্নিধ্যে
তুমি কি জান? আমি জানি না।
#
পল অনুপলে বয়ে যায় সময় নিত্য গতিতে
মিনিট ঘন্টা দিন মাস বছর পেরিয়ে
শুধু শুধু গুনে যাই সাল। কীসের আশায়?
#
আমাদের যাপনের দৈন্য সময়ে মাপে না।