হাড়ির ভেতর চাল ফুটছে, আহা! সাদা ভাত
ঘরের কোনায় ঝুল জমেছে, অন্ধ কানা রাত
অতীত স্মৃতি ডুকরে ওঠে, ঘুনপোকাদের গান
অলক্ষ্মীরে নুড়োয় জ্বেলে মাড়াইভরা ধান
কখন যেন ধম্মো এলো, ধম্মোযুদ্ধু শুরু
আগুন গুলি বারুদ ধোয়া, মেঘের গুরু গুরু
কাজী লড়ে, বাবাজি লড়ে, মরে শুধুই ভক্ত
মঠ-মসজিদ পয়সা কামায়, শিশুর গায়ে রক্ত
ধান, জান আর ইমান গেল, খাচ্ছি মানের সেদ্ধ
ধম্মো ধম্মো করেই এখন আমরা ভীষণ জব্দ
ছাওয়াল কান্দে, বাপে-মায়েও, বউয়ের মুখ ভারি
কি জানে কি দিয়া রান্ধে? উনান পরে হাড়ি
হাড়ির ভিতর ক্ষুধা ফোটে, হাড়ির মধ্যে নুড়ি
সার বুঝিছি ধম্মোকথার মিথ্যে জারিজুরি।