তোমরা এসতেছ, সবুজ প্রাণের গন্ধ পাতিছি।
এখানে লাখো লোক তো আসে, এ গন্ধ তো পাই না!
তোমরা মোকে দেখতে পাবেনি, চিনবেনি।
ঘরপোছা ত্যানার মতোন কালোপানা গোমরা মুখ,
সাগরপাড়ের বালিতে দুপুর হলেই একা বসে থাকা
পেটে যার অন্ন নাই, চোখে স্বপ্ন! শুধু বুকভরা যন্ত্রণা
তোমরা আনন্দ করবে,, গান হবে, কবিতা
আমি তখন রোজের মতোন বালিয়ারি যাব।
আমার নোনাটা লাফিয়ে যাবে আপনার পাশে
ঝিনুকের মালা নিয়ে, সন্ধ্যায় মাছ ভাজবে পাড়ে।
চিনতে পারবেন?
ওর এভাবেই দিন কেটে যায়। আর খেলা করে না,
ইস্কুলে আর যায় না। খালি বলে 'টাকা লাগবুনি?'
আমি রোজ আসি এইখানে, চেয়ে থাকি হুই দূরে
সাগরের লাফানো জলের দিকে, রাগ হয়। শাপ দিই
মানুষটাকে টেনে নিয়ে গেল ঝড়ে, আর ফেরালোনি!
আমাকে চিনবেনি, অনেকগুলা আমি আছি এখানে
এই দীঘা, তাজপুর, শঙ্করপুরের ঘরে ঘরে।