সাগর মোহনায় নাও ভাটির টানে ধায়
কোনও সুজন দেখে না তো বেহুলা ভাইস্যা যায় রে
চৌদিক কূল নাই রে...

কূল নাই রে নাইয়া পাড় না যায় দেখা
সুজন জানে কপালে তার কি বা আছে লিখা
হালি হালি বৈঠা মারে আকাশে তাকায় রে
কূল নাই রে

লখিন্দরের বউ বেউলা চান্দের বধূমাতা
এই কি তার কপালেতে লিখছিল বিধাতা
ভাসান দিমু রে বিধাতা, লখাইরে ফিরাও
কলার মান্দাস ডুবানোর হিম্মত না পাও।
বেউলা কাছে হারল দেবতা হারাইল সবই কূল
নারীর লড়াই ভাইঙ্গা দিল দেবতাদেরও ভুল... রে
কূল নাই রে