আমরা হলাম চিরকালের হারিয়ে যাওয়া, কুড়িয়ে পাওয়া
যা চাওয়ার তা পাইনি কোথাও, যা পাওয়ার তা চাইনি।
বিদেশ যাওয়ার রঙিন স্বপ্ন মনে আসেনি রাতে বা দিনে
স্বপ্নেও নেই কোনও খেতাব, বাসনা নেই রাজসম্মানে।
মন চেয়েছে ছড়িয়ে দিতে আশার বীজ কাদার মাঠে
সেই সৃজনেই কিষান জীবন আত্মহারা দিবস-রাতে
হঠাৎ কখন উঠলো জেগে মনের পাগল স্বপ্নমাতাল
বন্ধ ঘরের দুয়ার ভেঙে মাতিয়ে তোলে আকাশ-পাতাল
ফসলের গান ওই শোনা যায় বৃষ্টি ভেজা মাটির থেকে
সেই সুরেতেই ছুটতে থাকে মনপবন নাও এঁকে বেঁকে
মাতাল নেশায় দিকভোলা চায় অসম্ভবকে ঘটিয়ে ফেলে
বারিধারার টানাপোড়েন জোয়ার আসে সাগরজলে
গুরু গুরু মেঘগর্জনে বিদ্যুৎলতা গগন দাপায়
বন্ধ কারার দুয়ারগুলি আজই বুঝি যায় ভেঙে যায়
(c) চন্দ্রশেখর ভট্টাচার্য