ভাসমান মেঘের দলে        কোথায় যে যায় চলে
                ঘর্মাক্ত অস্বস্তির দিন
  
নিবিড় কাজের বেলা          প্রকৃতির রঙ্গখেলা
               বৃষ্টির রিনি-ঝিনি-ঝিন
  
ডানা-ভেজা পাখীগুলি      কলতান গেছে ভুলি,
               বাসায় দ্রুত ফিরে যায়
  
মহাপ্রাণ তরুদল             আনন্দে উচ্ছল
               আকাশে দু-হাত বাড়ায়
  
মেঘেদের ছুঁতে চায়         বেলা কি অবেলায়
             পেতে চায় অসীমের ছোঁয়া


সাঁঝে ফোটে ঝিঙেফুল      লতিতে বৃষ্টির দুল
             বেজে ওঠে বেহাগ বারোয়াঁ।