যে নাম উচ্চারণে আনন্দ ছিল
আজ বুঝি সে বিস্মৃতির কিনারে
যে কন্ঠস্বরের অপেক্ষায় রাত কেটে যেত
আজ, শোনাতে চাইলেও মূল্যহীন লাগে।
ইচ্ছেরা ঢোক গিলে দশাশ্বমেধের ঘাটে
দাউদাউ চিতায় পুড়ে ছাই হয়ে থাকে
বাতাস উড়িয়ে নিয়ে যায় হারাপথে
গুমরে ওঠে অব্যক্ত বেদনার ফেনা
অভিমানে উত্তাল সাগরে ঢেউয়ের মাথায়।
কিছু ঢেউ নিছক সাগরেই ভেঙে যায়,
কিছু ঢেউ তটে আছড়ে পড়লে গর্জন হয়
সাগরের কান্না ধমকের মতো শোনায় ।
অনেক অশ্রুপাতে পুড়ে যাওয়া ছাইগুলি
কোনওদিন মিশে যাবে বন্ধ্যা সময়ের পর
মলিন মাটির সাথে। কিছু তার ধুয়ে নেবে
পবিত্র ভাগিরথী। ভুলে যাওয়া নাম
হয়তো পরবে মনে, হয়তো বা নয়।
হাহাকার বিলীন হবে উদাসী হাওয়ায়।