পাহাড়তলায় ছড়িয়ে ছিল হলুদ রঙা দিন
বুকের ভিতর চাতকপাখী
রক্তে দ্রোহের বীণ
দূর গগনে আপন মনে আগুন আগুন মেঘ
উড়ে বেড়ায় ঘুড়ে বেড়ায়
হাওয়ার টানে বেগ
পাহাড় ছিল আগুন ছিল, হাতে ধনুক তির
মাঠের উপর মানুষ ছিল
বনের ধারে ভীড়
চাষের ধানে গরিব জানের শ্রমের অধিকার
দাবি করতেই ছুটলো গুলি
এবং হুহুংকার
বেঙাইজোতে বারুদ পোতে পাহাড়চষা হাত
তারই তাপে দেশটা কাঁপে
রক্ত মাখে ভাত।
সেসব অনেক দিনের কথা, এখন সবই কথা।
ইতিহাসে নেই সেদিনের সেই
অসম লড়াই গাঁথা।