হলুদ গোলাপকে চেয়েছিল সোনালী পাখিটা
স্বার্থহীন নিখাদ ভালবাসায়
কোনও পরতে ছিল না আত্মঘাতী ঝুলকালি
গোলাপের পাপড়িতে এসে ঠোঁট ছোঁয়াতো
সেই বসন্তের দূত, আর তার সুরেলা
শিসে সঙ্গীতে শিউরে উঠতো গোলাপবালা
সঙ্গোপনের কোরকমঞ্জরী যেদিন ছুঁয়ে দিল
পাখির ঠোঁট, কাঁটার ডালপালা ঝাকিয়ে
শিহরিত গোলাপ নেচেছিল প্রলয়োল্লাসে
আর, কাঁটায় ক্ষতবিক্ষত পাখির রক্তে
সেই দিন থেকেই লাল হল সুন্দরী গোলাপ
শুধু পাখিটার গান থেমে গেল চিরতরে