আমি পৃথিবীর ভেজা ঘাসের বুকে
মাথা হেলিয়ে শুয়ে
আহত হৃদয়ে শুষে নিয়েছি
নক্ষত্রমালা থেকে আগত
দূর আকাশের হিম মাখা ঘ্রাণ
-- ধীরে ধীরে শীতল হবো বলে।
হতে পারে তারা
রোহিণী বা পূর্বফল্গুনী
আবার কখনো
তারা চিত্রা, স্বাতী বা অনুরাধা,
জেনেছি শতভিষার সমন্বিত নক্ষত্র-আলো
বহুযোজন দূরের হলেও
আমার মুমূর্ষু হৃদয়ে
বিশল্যকরণীর মতো
আরোগ্যের শ্বেতপত্র
হাতে নেমে এসেছে।
আমি তাই আজও
এই পৃথিবীর সজীব সমস্ত ঘাসের বুকে
মাথা হেলিয়ে
আকাশমুখী --
এক রাতের ঘ্রাণ
ওই নক্ষত্রমালাকে হিম ভালোবেসে
শুষে নিতে পারলেই
অরক্ষিত সেই অসহায় হৃদয়ের
ভাঙাচোরা পঞ্জরাস্থি সারিয়ে
আবার ফিরে আসবো
যোজন দূর থেকে আসা
সমন্বিত আলোকে
শ্বেত সাক্ষী মেনে।