একটা গোটা জীবন শুধু বাঁচতে চাই
তার জন্য উল্লাস থাকুক জীবনে
একটা গোটা কবিতা লিখে রাখতে চাই
যার প্রতিক'টা লাইনে থাকবে
তোমার জন্য অফুরান ভালোবাসা,
তোমাকে না পাওয়ার যন্ত্রণা থেকেও
সেখানে উঠে আসবে শুধু মিষ্টি সুবাস।
একটা গোটা জীবন শুধু প্রাণভরে বাঁচতে চাই
তার জন্য যদি দশটা বছর
পরমায়ু হারাতে হয় হোক--
হা-হুতাশ নেই, কারণ সেখানে আমি পাওনাগণ্ডা সব উশুল করেই থামবো বলে আমার বিশ্বাস
আর আমাকে আমার বিশ্বাস জুগিয়েছে
তোমার প্রতি এই অফুরান ভালোবাসাই
যা তোমাকে না পেয়েও
যন্ত্রণার সেই নীল নিলয় আবাস থেকে
সুবাস ছড়িয়ে
নিষিক্ত একটা জীবনে
আমাকে সমৃদ্ধশালী করেছে অহরহ!
এই জীবনের পরতে পরতে
শুধু তাই উল্লাসই না হয় থাকুক।
নিরাড়ম্বর ধুলোপড়া কাচের মতো জীবন
আমার কাঙ্ক্ষিত নয়!
কাচের গায়ে ক্ষত রচিত হলে
কাচও ভাবে
ভেঙ্গে চৌচির হয়ে ফেটে পড়ার কথা!