শহরের বুকে সন্ধ্যা নামছে তখন ঠিক এইভাবে । হঠাৎই টাচস্ক্রিন মোবাইলে জ্বলে উঠল তোমার নাম । বহুদিন পর ।

এইভাবে কত সন্ধ্যা কেটেছে আমাদের । কখনও ব্রিজের ওপরে । কখনও বাস টার্মিনাসে । নিরালাতেও ।

গ্রীষ্ম ছিল বড়ো প্রিয় ঋতু তোমার । তুমি কখনও তাকে পুরোনো হতে দাওনি ।

আজকের সন্ধের সব আলো জ্বলে উঠলে দেখলাম -- তুমিও পুরোনো হওনি মোটে । বরং একইরকম রয়ে গেছ । বহুদিন পরেও ।