বসন্ত এসে গেছে ঝোপেঝাড়ে,
জলে জঙ্গলে আর সুনীল আকাশে ৷
রঙ ছড়িয়েছে চন্দনের বনে, শিমুল পলাশের আরণ্যক বৃক্ষশোভায় ।
আমি আমার বসন্তের প্রতীক্ষায় আছি
এই চৈত্রদিনে,
তুমি এলে তোমার সাথে অরণ্য অভিসারে যাব বলে ৷
তুমি দাঁড়াবে এসো একটিবার আমার এই শহুরে ছাদবাগানে ,
চোখ বন্ধ করে তোমাকে দেখি আমি
সংক্ষিপ্ত দিন যাপনে
আমার এই টুকরো ব্যালকনিতে ৷
তুমি এলে আমার ডাইনে-বামে , সম্মুখে-পশ্চাতে
গাছ-গাছালি ,ফুল-ফল আর পাখির কলস্বনে ভরে ওঠে ।
যেন মনে হয় , আমার একমাত্র কাঙ্ক্ষিত নারীটি
এবার এসে দাঁড়িয়েছে আমার পাশটিতে,
আর আমি অরণ্য অভিসার শেষে পরম আদরে তার নরম শরীরে এঁকে দিচ্ছি
আমাদের বসন্ত উদযাপনের পবিত্র স্বস্তিকা চিহ্নখানি।