বিদায়ী কোনো কবিতায়
তোমায় হঠাৎ ছোঁয়া যাবে
ক্রমশ ধূসর স্মৃতির পাতায়
তবু তোমার নাম থেকে যাবে।
ছিল কার ভুল, কী থেকে কী হয়ে গেল
কোন কথার কোন বানান ঠিক আমাদের ছিল না
সেসব কথার খেয়াল করিনি
কথার কথাই রয়ে গেছে তাই--
বানানো যায় না অতীত আসলে, এটাই বড়ো কথা।
তবু বিদায়ী কোনো কবিতায়
তোমায় আবার ছোঁয়া যাবে
লেখা হলে স্মৃতিকথা
সেখানে সত্যটুকুই রয়ে যাবে ।