প্রেমের ইতিহাস বলে
কত হাত ধরা হয়েছে
কত ঠোঁট ঠোঁটে এঁকেছে চুম্বন
কত আলিঙ্গনে ডুবে
শরীর নিমেষে পেয়েছে
অনেকটা পুড়ে যাওয়ার পরও
জুড়িয়ে নেওয়ার অবসর সন্ধান।
তবু তারপরও --
তারপরও কত হাত
ছেড়েছে একে অন্যকে
নিয়েছে বর্ণহীন বিদায় নীরবে
অবশেষে ভিড়ে মিশে
হারিয়ে গিয়েছে অনেকটা দূরে --
জন-অরণ্যে কি তবে শুধু বিস্মৃতিই বাস করে ?
না-স্পর্শী কোনো
গহিন অতলে
যদি নিঃসঙ্গতা বলে
কিছু থাকে
তবে ভুল হোক ক্ষণিকের,
আবার, তবু আবার অন্তত
এ প্রশ্ন করা হোক
আরো একবার --
'দেখা কি হবে না আর এ জন্মে তবে ?'
চিরকুটে উত্তর লেখে ইতিহাস,
হারায় না ভালোবাসা
তাকে যে কাছে রাখে,
হাজারো অসুখ তাকে অসুখী করতে পারে না।