গভীর রাত ক্রমশ শেষ রাতের দিকে এগিয়ে যায়,
নিস্তব্ধ পাড়া
আচমকাই নিশাচর কোনো জীব ডেকে ওঠে সজোরে,
শীততাপ নিয়ন্ত্রিত এই বন্ধ কক্ষ হতে
বাইরের মহল্লা যেন
এক নির্ঘুম রাতপ্রহরী ততক্ষণে।
মাঝে মাঝে ঘুম ছুটে গেলে
তোমার কথা ভীষণ মনে পড়ে,
তবুও এখনও অতীত হওনি সেভাবে
যে নস্টালজিয়া নেমে এসে ঢেকে দেবে
সমস্ত ফাঁকফোকর।