সকাল বেলা ঘুম ভেঙ্গে
চায়ের পেয়ালা হাতে নিতে না নিতেই
অনেকটা ভোর ফেলে আসি নিঃশব্দে -
পরদা সরিয়ে জানলার কাচে চোখ রাখলে
বাইরের অখণ্ড কুয়াশা চোখে পড়ে ৷
অথচ আরবছরও ছিল-
তুমি রোজসকালে
গুড মরনিং জানালে
বেড-টি'র সাথে জমিয়ে পড়া শীতও কেমন সুন্দর -
একটা ঝলমলে দিনের সূচনা হত।
আজও ঘুম ভাঙলে
বেড-টি সঙ্গে সঙ্গে হাতে পাই ,
কিন্তু বাইরের ধূসর কুয়াশার দিকে
তাকিয়ে থাকলে ,
তোমাকে ছাড়া শুধুই এক
অসমাপ্ত ক্যানভাস চোখে ভাসে ৷
এবারের শীতটা বড়োই রুক্ষ লাগে !