যতই খেলা গড়াক
সূর্য হেলুক পশ্চিমে
ধুপছায়া নামুক মাঠে
তবু রক্তের খোঁজে বাউন্সার হানা চলে।
বিষাক্ত বাউন্সার, পাঁজরে জমাট রক্ত
অজস্র কালসিটে
যন্ত্রণা চেপে যদিও ব্যাটসম্যান দাঁড়ায় ক্রিজে।

এভাবে চলতে চলতে আরো গাঢ় হয় মাঠে
শেষ বিকেলের ছায়া।

কী ছিল তাতে কে জানে --

টেকনিকে ভুল নেই। তবু শেষ বল আর হওয়ার দরকার পড়ে না।
অসম্ভব ক্লান্তি নিয়ে জেতার স্বপ্ন দেখেছিল
যে দুটো চোখ,
কোনো একসময়,
চিরতরে ঘুমিয়ে পড়ে।

প্রাজ্ঞরা বলেন এমনটা তো হবারই ছিল।