হঠাৎ অসময়ে ঢাকের শব্দ
হয়তো কোথাও হয়েছে পূজার আয়োজন
নিস্তব্ধতা খান খান করে ভেঙ্গে ঘুম বিদায় নিলে
তখনো জেগে আছে দেওয়ালে
নিঝুম নিভু রাত-বাতির আলো।
মধ্যরাত পেরিয়েছে কি পেরোয়নি
তবু গাছের মগডালে বসে প্যাঁচা টের পায়
শিবরাত্রির জাগা মানুষের মনের চাপানউতোর!
বিনিদ্র মানুষের স্পর্শ খুঁজেছে
রাতের নি:সঙ্গ বাতাস
রাত-প্যাঁচাকে সাক্ষী মেনে,
আর তারপর
মগডাল ও কচি পাতাকে ছুঁয়ে।