একে একে চলে গেল
দিনগুলি
এবছরের মতো,
কাটল রঙে আর নিবিড়ে--
গতকাল পেরিয়ে এলাম
আমরা অবশেষে
ভালোবাসার দিন
চকোলেট চুম্বনে
আর না-হয় আরো গাঢ় হয়ে আশ্লেষ ও আলিঙ্গনে।
শেষ কি হল তাহলে কিছু
শুরু কি হবে দিন গোনা আবার --
প্রদীপ শিখা জ্বলে
স্থির হয়ে স্বাভাবিক
ঘরেই অক্সিজেন যেটুকু তার
ঝোড়ো হাওয়া আরো
বেসামাল করে দেয় তাকে
আবহমান কাল দেখি
এই নিয়মেই চলে।
এবার তাই নাই বা থাকল আর
দাগানো ক্যালেন্ডার
তবু পাশে থাকার
আটপৌরে ভরসাটুকুই
না-হয় ভাসল শুধু স্থির হয়ে--
এর মাঝে জানি
ঠিক জানা হয়ে গেছে
হাতে হাত আর
কাঁধে মাথা রাখার জন্য
কোনো বিশেষ দিনের
অপেক্ষায় থাকলে চলে না।