কথায় কথা বাড়ে
কথাই রচে জপমালা
কী হবে এতো কথা বলে
একটু না-হয় চুপ কর তুই।
কথার পিঠে কথা বলে
আসল কথা বলিস না
কী হবে এতো কথা বলে
কথার মোড়কে নিজেকে লুকিয়ে!
না-হয় একটু আজ চুপ থাকলি
নীরবতার কথা বল
তোর কথার সাগরে হাবুডুবু দিয়ে
আমি যে ভীষণ বেসামাল।
ছাড় এবার কথার মায়াজাল
নাই বা বললি কথা এতো
শুধু চুপ থাক দুই মুহূর্ত--
নীরবতা খুঁজে নিক তার মানে
না-বলা কথারা এরপর শুধু
নামতে থাকুক দলে দলে।