যদি জীবন সত্য কথাই না বলল
আর কবিতা যদি সেই জীবনকে
কয়েক লাইনে তুলে না ধরলো
তবে অধিকাংশ কবিতাই
নিষ্ঠুর মিথ্যা, ধাপ্পাবাজি
আর অহেতুক কাল্পনিক,
আর কোনো কবিই ঠিক না
ঠিক না স্থায়ী না তাহলে কোনোকিছুই --

কিন্তু এভাবে সবকিছুই লোক দেখানো হলে
মানুষ বাঁঁচবে কী করে !

এতো এতো কবিতা পাঠ সম্পন্ন করেও
তাই আরো একটি নতুন কবিতা খুঁজি
শুধু পড়বো বলেই।

কারণ কাল্পনিক কোনো কবিতা লেখা
কখনো সম্ভব নয়।
কেউ পারে না।

জীবনের জন্যই আরো একটি নতুন কবিতা
তাই আমার আজও চাই,
বড়ো তাড়াতাড়িই চাই
শুধু পড়বো বলে।

সত্য এটাই যে কবিতায় সত্য কথাটিই
সচরাচর বলা হয়ে থাকে।