এখানে আনিস
ওখানে কিইভ !

রক্ত ঝরেছে
রক্ত তো নষ্টই হয় !

এখানে তবু আশার আলো
ওখানে শুধুই নিভছে সূর্য !

ঘুম ভাঙছে যুদ্ধের খবরে
এখানে যুদ্ধ এখনও স্বপ্নেই লাগে !