ভীষণ একটি দিন শেষ হয়ে অস্থির রাত বড়ো হয়
ক্রমশ মনখারাপের আগল আটকে দাঁড়াই,
কাস্তের ফালি হয়ে
আকাশকে আগলে দাঁড়িয়েছে চাঁদ
রাতের শুকতারা আজ যেন বেশি উজ্জ্বল
তার শরীরের জ্যোতি কোশাকুশি ভরে
ধার নেয় একফালি চাঁদ।
পৃথিবীর কোনো এক একা মানুষ আমি
মহাকাশে দুচোখ পেতেছি আলোর সন্ধানে।
আমার মনখারাপের বিষণ্ণ সান্ধ্য মুহূর্তে
বেগুনির আভা ক্রমশ এসে মেশে
গোলাপের সজীব ত্বকে,
তোমার মুখে সেরকমই আঁধার নেমেছিল
আজ থেকে দু'বছর আগে--
মনখারাপ কি তবে ফিরিয়ে দিলে আমাকে!
চোখ সয়ে এলে একবার তাকিয়ে দেখো শ্রীময়ী
অন্ধকার গাঢ় হলেও রাতের আকাশে আলো থাকে,
এখনো যদি এতোটাই দহন রয়ে গেছে ভেতরে
তাহলে আর কেন এত দূরে থাকা আমাদের!
ভীষণ একটি দিন শেষ হলে
একটি বড়ো অস্থির রাত তাই চাই,
চোখ সয়ে এলে দেখো, রাত গাঢ় হলেও
তার নিজস্ব আলো থাকে।
আকাশের গায়ে ফুটে ওঠা সেই অচেনা আলোয়, এসো, দুজনে আবার গোলাপ বাগানে বসি।
গোলাপির মাঝে বেগুনি আভা মিশলে,
এসো, সেই আলোয় তোমার মুখটি দেখি।
এখন এরকম একটি অস্থির রাতই তাই চাই,
সবকিছু আবার নেড়ে চেড়ে আগের মতো ঠিকঠাক করে নিতে।