সন্ধের বুকে ভর করে
জিরিয়ে নেওয়া বাতাসে
কান পেতে শুনেছি
পাতায় মর্মরধ্বনি,
নদীর জল এক কোশাকুশি অস্ফুট শব্দে বলেছে ছলাৎছল।
শহুরে আলো ম্রিয়মাণ হয়ে যায় চন্দ্রকিরণে
এখনও পল্লীর বুকে মাদকতা ছড়ায়
রাত্রি নিবিড় হলে,
জোছনায় মিশে যায় মানব শরীর,
অশরীরী লাগে--
বছরে এই একদিনই আসে দোল-উৎসব।