নদীর বুক আজ বড়োই নিস্তরঙ্গ
এখানে একটা বেশ বড়ো মাপের
লঞ্চের খুব দরকার
মাঝবরাবর জল কেটে
যে নির্দিষ্ট গতিতে এগিয়ে যাবে
আর তাতেই উঠবে ঢেউ
তীরে ভিড়ে থাকা ভুটভুটিগুলোতে
পরিবর্তে দোলা লাগবে। ভুটভুটিতে অপেক্ষমান মানুষগুলোরও কারুর কারুর এই দোল আসলে দোলার ইচ্ছেটা জেগে ওঠে !
জলেই জাগে প্রেম। মাছরাঙা আর বকের থেকে এ বিষয়ে ভালো আর কেউ বলতে পারবে না। খাদক হিসেবে খাদ্যের প্রত্যাশায় নিস্তরঙ্গ জলের দিকে তাকিয়ে অপেক্ষা করতে করতে মাছরাঙা আর বক দুজনেই ভেবেছে একসময় সমুদ্রে যাওয়ার কথা। একঘেয়ে একটানা জীবন কাটানো মানুষেরও ধাতে নেই। তারও ঢেউয়ের মাথায় চেপে দোলার প্রয়োজন আছে।