যে যেমন আছে থাক
যে যেমন পারে ভালোবাসুক
কথা যেমন ছিল তেমনই থাক
এক জীবনই তো বরাদ্দ সবার
ভাগ-যোগ-বিয়োগের এত কী দরকার।
তোমার কথা ধরছি না
তোমার ভালো তুমিই বোঝো
তবুও তুমি আদিখ্যেতা
রোজ একবার ঠিকই আস।
যতই রাগ হোকনা কেন,
মেনে নেওয়া তাই নিত্য ভালো।
আজ বিকেলে ঝড় এল
ঝাড়পোঁছে তাও ফরসা হল
কিছু চিত্রে বদল হল
বদলে যাওয়াই এখন তখন,
তুমি জানো না এই নিয়ম!
যে যেমন আছে থাক
যে যেমন পারে ভালোবাসুক
ভালোয় ভালোয় মিলে যাক
তবুও একটা বাঁচার মতো জীবন থাক।