মাঝেমাঝে মনে হয়
ভীষণ ও সাংঘাতিক একটি কবিতা লিখি
পঙক্তিতে তার প্রতিমুহূর্তে যুদ্ধবিমান রানওয়ে ছাড়ুক
প্রতিটি শব্দ তার বোমাবর্ষণ করুক নির্বিচারে
আর এভাবেই আমি
এতদিনের জমে থাকা
আমার যা কিছু না-পসন্দকে
কলমের নির্দয় আঁচড়ে ছিন্নভিন্ন করে দিই ৷
এরপরেও আগুন জ্বলুক দাউ দাউ করে --
কিন্তু তাতে মানুষ নয়
মানুষের হদয়ে বসবাস করা
অমানুষের দল পুড়ে ছারখার হোক ৷
আর যত সীমানা আছে
ধূলিসাৎ হয়ে মুছে যাক একেবারে ৷
শুধু মানুষের বিবেক তেতে পুড়ে অখণ্ড স্বাধীনতা পাক ৷