ভালোবাসাকে প্রতিষ্ঠা দিতে
তোমরা আয়োজন করেছ বিবাহের,
আর আমি বিবাহ বহির্ভূত ভালোবাসার কাছে ঋণী।
ভালোবাসাকে জিইয়ে রাখতে তোমরা সন্তানের জন্ম দিয়েছ,
আর আমি ভালোবাসার নিমিত্তেই
অন্যের সন্তানের পিতৃত্ব নিজের স্কন্ধে বহন করেছি নিঃশর্তে।
শুধুই ভালোবাসাকে বিশ্বাস করতে পারোনি বলে
তোমরা তার পায়ে শাসনের শিকল পরিয়েছ,
এনেছ সন্দেহ, করতে চেয়েছ অধিকার,
আর আমি শিকলছেঁড়া বিভ্রান্ত নারীটির পায়ে ভালোবাসারই বেড়ি পরিয়েছি।
এবার বল, এত দুঃসাহস নিয়ে
ঠিকঠাক ভালোবাসতে পারে ঠিক ক'জনে!