তোমাকে হাতছাড়া করি না আমি কখনো
অরণ্য হাতড়ে উৎকৃষ্ট বল্কল নিয়ে আসি
তোমাকে ঘিরে নেওয়ার অছিলায় ,
তুমি তবু আবেষ্টনীতে হাঁফিয়ে ওঠো
মুক্তি চাওয়ার কথা ভেবে নাও নিমেষে ।
অথচ গভীর রাত্রির মতো আমি তোমাকে আগলে রাখতে চেয়েছি ,
সন্দেহে জ্বলেছে মন ,
তাও সটান ও সুতীব্র ভালোবাসা নিকষ কালো হয়নি মোটেও --
তার আলাদা দীপ্তিতে মিশে থেকেছে স্নিগ্ধ স্পর্শ ,
শরীরের ও মনের ।
এতটাই আগলে রাখতে চেয়েছি
যেন দুনিয়ার সমস্ত পুরুষ একদিকে
আর অন্য দিকে আমি শুধু একা --
তবু এরপর রাত্রির নরম স্পর্শের মতো
সাদা জ্যোৎস্নাময় স্নিগ্ধ ভালোবাসা
বুকে নিয়ে ,
আগলে দাঁড়িয়ে
দৃপ্ত পদচারণায় আমি রুখে দিই
তোমাকে ছিনিয়ে নেওয়ার যাবতীয় অপপ্রয়াস ।
এতটাই ভালোবাসি আমি তোমাকে ,
একথা বলতে পারলেও
বোঝাতে পেরেছি কি কখনো --
আর তুমি মুক্তির খোঁজ করেছ বেষ্টনী তুচ্ছ করে !